عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَا خَطَبَنَا نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا قَالَ:
«لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ، وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ».
[حسن لغيره] - [رواه أحمد] - [مسند أحمد: 12383]
المزيــد ...
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই এই কথা না বলে সম্বোধন করতেন না:
"যার আমানত নেই তার ঈমান নেই, আর যার কোন অঙ্গীকার নেই তার কোন দীন নেই।"
[হাসান লিগাইরিহী] - [এটি আহমাদ বর্ণনা করেছেন।] - [মুসনাদে আহমাদ - 12383]
আনাস ইবনু মালিক বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই এমন কোন খুতবা বা উপদেশ দিতেন যেখানে দুটি বিষয় উল্লেখ করেননি: প্রথমটি হল: যার অন্তরে কারো অর্থ, জান বা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা থাকে তার পূর্ণ ঈমান নেই। দ্বিতীয়টি হল: যে চুক্তি ভঙ্গ করে এবং বিশ্বাসঘাতকতা করে তার জন্য পূর্ণাঙ্গ দীন নেই।