শ্রেণিবিন্যাস: ফিকহ ও উসূলে ফিকহ . অপরাধসমূহ .
+ -

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَنْ يَزَالَ المُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 6862]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“মু’মিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে (প্রশস্ততায়) থাকে, যে পর্যন্ত না সে কোন হারাম ঘটায়”।

[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 6862]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মুমিন ব্যক্তি তার সৎকর্মের প্রশস্ততা ও স্বস্তির মধ্যে থাকে এবং আল্লাহর রহমত, ক্ষমা এবং পাপ মোচনের আশায় থাকে, যতক্ষণ না সে কোন ব্যক্তিকে নিষিদ্ধ উপায়ে হত্যা করে, তাহলে তার আমল তাকে সংকীর্ণ হয়ে যায়। কারণ এটি হত্যার বোঝা এবং এর মহাপাপের দায় বহন করতে পারে না।

হাদীসের শিক্ষা

  1. অন্যায্য ও ইচ্ছাকৃত হত্যার ভয়াবহতা হলো, এটি মুমিনকে দীনের প্রশস্ততা থেকে সংকীর্ণতার দিকে নিয়ে যায়।
  2. নিষিদ্ধ রক্ত ​​চার প্রকার:
  3. ১- একজন মুসলিমের রক্ত, যা এর মধ্যে সবচেয়ে বড়।
  4. ২- জিম্মিদের রক্ত, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানরা যারা নিজ ধর্মের উপর জিজিয়া আদায়ের মাধ্যমে ইসলামের ভূমিতে থাকা এবং তাদের উপর ইসলামের বিধান কার্যকর হওয়া মেনে নেয়।
  5. ৩- চুক্তিবদ্ধদের রক্ত, যারা তাদের দেশে কাফের, যাদের সাথে আমাদের শান্তি চুক্তি রয়েছে। আমরা তাদের সাথে যুদ্ধ করব না এবং তারা আমাদের সাথেও যুদ্ধ করবে না।
  6. ৪- যে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয়েছে তার রক্ত, অর্থাৎ সে যোদ্ধা কাফির, যার সাথে আমাদের কোন জিম্মাদারী বা চুক্তি নেই, কিন্তু আমরা তাকে একটি নির্দিষ্ট সময়ে মুসলিমদের দেশে প্রবেশের নিরাপত্তা দিয়েছি, শাসক অথবা তার প্রতিনিধিদের মধ্যে যে কারো অনুমতিতে।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান সিংহলী ভিয়েতনামী কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
আরো