+ -

عَنْ حُذَيْفَةَ رَضيَ اللهُ عنهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّهَا سَتَكُونُ أُمَرَاءُ يَكْذِبُونَ وَيَظْلِمُونَ، فَمَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنَّي، وَلَسْتُ مِنْهُ، وَلَا يَرِدُ عَلَيَّ الْحَوْضَ، وَمَنْ لَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ فَهُوَ مِنِّي، وَأَنَا مِنْهُ، وَسَيَرِدُ عَلَيَّ الْحَوْضَ».

[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 23260]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন:
"শীঘ্রই এমন শাসক আসবে যারা মিথ্যা বলবে এবং অন্যায় করবে। যে তাদের মিথ্যাকে সত্য বলবে এবং তাদের অন্যায় কাজে সাহায্য করবে সে আমার দলভুক্ত নয় এবং আমিও তার দলভুক্ত নই এবং সে আমার কাছে কূপের ধারে আসবে না। আর যে তাদের মিথ্যাকে সত্য বলবে না এবং তাদের অন্যায় কাজে সাহায্য করবে না সে আমার দলভুক্ত এবং আমিও তার দলভুক্ত এবং সে আমার কাছে কূপের ধারে আসবে।"

[সহীহ] - [এটি আহমাদ বর্ণনা করেছেন।] - [মুসনাদে আহমাদ - 23260]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তাঁর মৃত্যুর পর এমন শাসক আসবে যারা কথায় মিথ্যা বলবে এবং যা করবে না তা বলবে এবং শাসনে তারা অন্যায়কারী হবে। সুতরাং যে কেউ তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যাকে সত্য বলবে, অথবা অন্যায় কাজ করে অথবা কথার মাধ্যমে তাদের সাহায্য করবে যেমন তাদের নৈকট্য লাভের চেষ্টা করে এবং তাদের কাছে যা আছে তার আশা করে তাদের স্বার্থে ফতোয়া জারি করা; তাহলে আমি তার থেকে বিচ্ছিন্ন এবং সে আমার দলের নয় আর আমিও তার দলের নই এবং কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার কাছে আসবে না। আর যে ব্যক্তি তাদের কাছে যাবে না এবং তাদের মিথ্যাচারকে সত্য বলবে না এবং তাদের অন্যায় কাজে তাদের সাহায্য করবে না, সে আমার দলের আর আমিও তার দলের আর সে কিয়ামতের দিন আমার কাছে হাউজে কাউসারে আসবে।

হাদীসের শিক্ষা

  1. সুলতান (শাসকগণ) এর কাছে যদি নির্দেশনা, উপদেশ এবং মন্দ হ্রাস করার জন্য যাওয়া হয়; তাহলে তা প্রছন্দনীয়-আবশ্যক। তবে যদি তাদের অন্যায় কাজে সাহায্য করার জন্য এবং তাদের মিথ্যাকে সত্য বলার জন্য তাদের কাছে যাওয়া হয়, তাহলে তা খুব নিন্দনীয়।
  2. যে শাসককে তার অত্যাচারে সাহায্য করে তার প্রতি হুমকির বার্তা।
  3. হাদীসের এই হুমকি ইঙ্গিত করে যে এই কাজটি হারাম এবং এটি কবীরা পাপগুলির মধ্যে একটি।
  4. সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতাকে উৎসাহিত করা এবং পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা না করা।
  5. আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাউজে কাউসারের প্রমাণ এবং তাঁর উম্মাত এতে আসবে।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান সিংহলী ভিয়েতনামী কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো