عن قطبة بن مالك رضي الله عنه مرفوعاً: «اللهم جنِّبْني مُنْكَراتِ الأخلاق، والأعمال، والأهواء، والأَدْوَاء».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

কুতবাহ ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, "c2">“হে আল্লাহ! আপনি আমাকে দুশ্চরিত্র, অসৎ কর্ম, কু-প্রবৃত্তি ও রোগ-ব্যাধি থেকে দূরে রাখুন।”
সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটির মধ্যে রয়েছে কতক দো‘আ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তা হলো আল্লাহ যেন তার মাঝে এবং চারটি বস্তুর মাঝে দূরত্ব তৈরি করেন। প্রথম: নিন্দনীয় ও খারাপ চরিত্র। দ্বিতীয়: গুনাহ। তৃতীয়: বিধ্বংসী কু-প্রবৃত্তি যার প্রতি আত্মা আকৃষ্ট হয়। চতুর্থ: মারাত্মক কঠিন ব্যাধি।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো