+ -

عن قطبة بن مالك رضي الله عنه مرفوعاً: «اللهم جنِّبْني مُنْكَراتِ الأخلاق، والأعمال، والأهواء، والأَدْوَاء».
[صحيح] - [رواه الترمذي]
المزيــد ...

কুতবাহ ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “হে আল্লাহ! আপনি আমাকে দুশ্চরিত্র, অসৎ কর্ম, কু-প্রবৃত্তি ও রোগ-ব্যাধি থেকে দূরে রাখুন।”
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

হাদীসটির মধ্যে রয়েছে কতক দো‘আ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তা হলো আল্লাহ যেন তার মাঝে এবং চারটি বস্তুর মাঝে দূরত্ব তৈরি করেন। প্রথম: নিন্দনীয় ও খারাপ চরিত্র। দ্বিতীয়: গুনাহ। তৃতীয়: বিধ্বংসী কু-প্রবৃত্তি যার প্রতি আত্মা আকৃষ্ট হয়। চতুর্থ: মারাত্মক কঠিন ব্যাধি।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো