+ -

عَن أَبِي سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا وُضِعَتِ الجِنَازَةُ وَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهُ صَعِقَ».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 1314]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
“যখন জানাযা খাটে রাখা হয় এবং পুরুষরা তা কাঁধে বহন করে নেয়, তখন সে সৎ হলে বলতে থাকে, আমাকে সামনে এগিয়ে নিয়ে যাও। আর সৎ না হলে সে বলতে থাকে, হায় আফসোস! তোমরা এটাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানব জাতি ব্যতীত সবাই তার চিৎকার শুনতে পায়। মানুষ তা শুনলে জ্ঞান হারিয়ে ফেলত।”

[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 1314]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জানাজা খাটিয়ায় রাখা হয় এবং লোকেরা এটিকে তাদের কাঁধে বহন করে, যদি এটি সৎ হয়, তবে এটি বলে: “আমাকে সামনে এগিয়ে নাও,” কারণ এটি তার সামনে জান্নাতের নেয়ামত দেখতে পায়। আর যদি এটি অসৎ হয়, তবে এটি ভয়ংকর কণ্ঠে চিৎকার করে বলে: “হায় আমার সর্বনাশ! কোথায় নিয়ে যাচ্ছে তোমরা আমাকে?!” কারণ এটি তার সামনে আজাব দেখতে পায়। এর আওয়াজ সবকিছুই শুনতে পায়, শুধু মানুষ ছাড়া। আর যদি মানুষ তা শুনত, তবে ভয় ও আতঙ্কে অচেতন হয়ে পড়ত

হাদীসের শিক্ষা

  1. সৎ মৃত ব্যক্তি কবরের আগে সুসংবাদ দেখতে পায়, আর কাফির আতঙ্কিত হয় এবং তার বিপরীতটি দেখে।
  2. মৃত ব্যক্তির কিছু শব্দ মানুষ ছাড়া অন্যরা শুনতে পারে, কিন্তু মানুষ তা শুনতে সক্ষম নয়।
  3. সুন্নত হলো জানাযা কাঁধে বহন করা, যা পুরুষদের জন্য নির্ধারিত; কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জানাযার অনুসরণ করতে নিষেধ করেছেন।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি তামিল থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান মালাগাসি الجورجية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো