عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ:

يَا رَسُولَ اللَّهِ، نَرَى الجِهَادَ أَفْضَلَ العَمَلِ، أَفَلاَ نُجَاهِدُ؟ قَالَ: «لَا، لَكُنَّ أَفْضَلُ الجِهَادِ: حَجٌّ مَبْرُورٌ».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমরা জিহাদকে সর্বোত্তম আমল হিসেবে জানি, আমরা কি জিহাদ করব না?’ তিনি বললেন, "c2">“তোমাদের (মহিলাদের) জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে ‘মাবরূর’ হজ।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা ও তার সাথে নারীরা বিশ্বাস করত যে, সর্বোত্তম ও অধিক সাওয়াবের আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ ও দুশমনদের সাথে যুদ্ধ করা, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে উত্তম আমলের নির্দেশনা দিলেন, আর সেটি হচ্ছে এমন হজ, যার সাথে পাপের সংমিশ্রন থাকে না।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি الدرية
অনুবাদ প্রদর্শন

শব্দার্থ

আরো