শ্রেণিবিন্যাস: ফযীলত ও শিষ্ঠাচার . ফাযায়েল .
+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لَاسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لَاسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 437]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“লোকেরা যদি আযান দেয়া ও সালাতের প্রথম কাতারে কী (ফযীলত) রয়েছে জানত, অতঃপর তা অর্জন করতে লটারির বিকল্প না পেত, তাহলে অবশ্যই তারা লটারি করত।” যোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কী (ফযীলত) রয়েছে, যদি তারা জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ইশা ও ফজরের সালাত জামা’আতে আদায়ের কী ফযীলত তা যদি তারা জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুঁড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হত।”

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 437]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মানুষ যদি জানত যে আযান ও প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে কতটা ফযীলত, কল্যাণ ও বরকত রয়েছে, আর এগুলোর অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়ার কোনো উপায় না পেয়ে যদি লটারির মাধ্যমে নির্ধারণ করতে হত (কে প্রথম কাতার পাবে), তাহলে তারা অবশ্যই লটারির আশ্রয় নিত। আর যদি তারা নামাজের প্রথম ওয়াক্তে (সময় হওয়ার সাথে সাথেই) তাড়াতাড়ি নামাজে আসার ফযীলত জানত, তাহলে তারা একে অপরের আগে সালাতে উপস্থিত হওয়ার জন্য প্রতিযোগিতা করত। আর যদি তারা এশা ও ফজরের নামাজের সাওয়াবের পরিমাণ জানত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও (শিশুর মতো কষ্ট স্বীকার করেও) এ দুটি নামাজ আদায়ের চেষ্টা করত।

হাদীসের শিক্ষা

  1. আযানের ফযীলত বর্ণনা।
  2. প্রথম সারির ফযীলত এবং ইমামের কাছাকাছি থাকার মর্যাদা বর্ণনা।
  3. প্রথম সময়ের মধ্যে নামাজে তাড়াতাড়ি যাওয়ার ফযীলত বর্ণনা, যেহেতু এতে রয়েছে অশেষ ফযীলত এবং অনেক উপকারিতা, যেমন: প্রথম সারি পাওয়া, নামাজের প্রথম থেকে শুরু করা, নফল নামাজ আদায় করা, কুরআন পাঠ করা, ফেরেশতাদের পক্ষ থেকে তার জন্য ক্ষমা প্রার্থনা, এবং আরও অনেক কিছু, যেমন সে যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করে, ততক্ষণ যেন তার নামাজ চলতে থাকে।
  4. ফজর ও এশার নামাজের জামাতে অংশগ্রহণের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে এবং এতে অত্যাধিক ফযীলত রয়েছে। কারণ এ দুটি নামাজে রয়েছে মানবাত্মার জন্য কষ্ট—ঘুমের শুরু ও শেষে ব্যাঘাত ঘটানো। এ কারণেই এ দুটি নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন।
  5. ইমাম নববী (রহ.) বলেছেন: এ হাদিসে সেই সব অধিকারের ক্ষেত্রে লটারির (কুরআ) বিধান প্রমাণিত হয়, যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রতিযোগিতা বা বিরোধ সৃষ্টি হয়।
  6. দ্বিতীয় কাতার তৃতীয় কাতার থেকে উত্তম, তৃতীয় কাতার চতুর্থ কাতার থেকে উত্তম, এবং এভাবে পরবর্তী কাতারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান তার্কিশ রুশিয়ান সিংহলী ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান মালাগাসি ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো