শ্রেণিবিন্যাস: . .
+ -
عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«قُلِ اللهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي، وَاذْكُرْ بِالْهُدَى هِدَايَتَكَ الطَّرِيقَ، وَالسَّدَادِ سَدَادَ السَّهْمِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2725]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“বল اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي (হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন)।” তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।"

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 2725]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে, আল্লাহকে আহ্বান এবং তার নিকট প্রার্থনা করবে এবং বলবে: (اللهم اهدني) আমাকে সঠিক নির্দেশা ও পথ বাতলে দিন। (وسددني) আমাকে তাওফিক দিন এবং আমার সকল কাজে সঠিকভাবে পরিচালিত করুন।
হুদা হলো সত্যকে বিস্তারিত ও সংক্ষেপে জানা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে তার অনুসরণ করার তাওফিক লাভ করা।
আল-সাদাদ হলো সত্যের উপর সমস্ত বিষয়ে অবিচলতা ও তাওফিক লাভ করা। এটি হল কথা, কাজ এবং বিশ্বাসে সরল পথ।
অধিকন্তু নৈতিক বিষয় বাস্তবের মাধ্যমে স্পষ্ট হয়; আপনি এই দোয়া করার সময় মনে রাখবেন যে, (আল-হুদা হল: আপনার পথ প্রাপ্তি) তাই আপনার হৃদয় দিয়ে প্রস্তুত হোন মুসাফিরের পথ নির্দেশনার মত পথ নির্দেশনা তলব করার সময়। কারণ তিনি সঠিক পথ হতে ডানে-বামে বিচ্যুত হন না, যাতে তিনি ধ্বংস থেকে সুরক্ষা লাভ করেন। বস্তুত এভাবে নিরাপত্তা অর্জন করবেন এবং দ্রুত নিজ লক্ষ্যে পৌঁছাবেন।
(আর সাদাদ হল তীরের সরলতা) আপনি তীরটি সোজা করার সময় তীরটি কত দ্রুত লক্ষ্যে পৌঁছায় এবং আঘাত করে লক্ষ্য করেন। তীরন্দাজ যখন কোনো লক্ষ্য স্থীর করে তখন সে তীরটি লক্ষ্যের দিকে তাক করে। একইভাবে তুমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন তোমার নিয়তের বিষয়টি তীরের মতো সোজা হওয়া উচিত, তবেই তোমার চাওয়ার ভেতর চূড়ান্ত দিকনির্দেশনা এবং সর্বোচ্চ স্তরের সরলতা হবে।
সুতরাং, আল্লাহর নিকট সাদাদ প্রার্থনা করার সময় আপনার হৃদয়ে এই অর্থটি স্মরণ করুন, যাতে আপনি যা নিয়ত করেন সেটি তীর ব্যবহার করার আকৃতির মতো হয়।

হাদীসের শিক্ষা

  1. প্রার্থনাকারীর জন্য শ্রেয় যে, ইখলাস ও সুন্নাহকে আঁকড়ে ধরে তার আমলকে সোজা ও দৃঢ় করার প্রতি আগ্রহী হওয়া।
  2. তাওফিক ও সাদাদের জন্য এই অর্থপূর্ণ শব্দমালার দ্বারা দোয়া করা মুস্তাহাব।
  3. বান্দার তার সকল কাজে আল্লাহ তা‘আলার সাহায্য প্রার্থনা করা জরুরি।
  4. শিক্ষার জায়গায় উদাহরণ পেশ করা।
  5. হিদায়াত এবং ভাল অবস্থার অনুরোধের সাথে এটির উপর অবিচল থাকা এবং এর থেকে কখনও বিচ্যুত না হওয়া এবং ভবিষ্যতের সংশোধনী অর্জনের অনুরোধ করা। তার বক্তব্য: "اهدني" হলো হিদায়াতের নীতির ওপর চলমান থাকা এবং তার বক্তব্য: "وسددني" বলতে বোঝায় সঠিক হওয়া এবং হেদায়েত অর্জনের পর তার থেকে বিচ্যুত না হওয়া।
  6. প্রার্থনাকারী তার প্রার্থনার প্রতি গুরুত্বারোপ করা এবং তার দোয়ার অর্থ তার অন্তরে হাজির করা জরুরি। এটি কবুল হওয়ার সম্ভাবনাময়।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • .
আরো