+ -

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ فأَكل أو شَرِب، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ الله وَسَقَاهُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “সিয়াম পালনকারী যদি ভুলক্রমে আহার বা পান করে, তাহলে সে যেন তার সাওম পূর্ণ করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

ইসলামী শরীয়তের ভিত্তি সহজ-সরল ও সহনশীলতার ওপর রাখা হয়েছে। দায়িত্ব দেওয়ারও সক্ষমতা অনুযায়ী রাখা হয়েছে। সাধ্য ও অনিচ্ছার বাহিরো কোনকিছুর ওপর পাঁকড়াও না করা। এর উদাহরণ হলো: যে ব্যক্তি রামাযান মাসে দিনের বেলায় পানাহার করল অথবা এ দু’টি ছাড়া অন্য কোনো কাজ করে সাওম ভঙ্গ করল, সে যেন তার সাওম পূর্ণ করে নেয়। কেননা সে তা অনিচ্ছায় করেছে। তাই তার সিয়াম বিশুদ্ধ হবে। মানুষ ভুলক্রমে নিয়ত ছাড়া যা কিছু করে এর দ্বারা তার সাওমের মধ্যে কোনা ত্রুটি হয় না, আর না এতে কোনো প্রভাব ফেলে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তিনি তাকে পানাহার করিয়েছেন।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি রোমানিয়ান
অনুবাদ প্রদর্শন