+ -

عَنِ الْبَرَاءِ رَضيَ اللهُ عنه قَالَ:
مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، شَعْرُهُ يَضْرِبُ مَنْكِبَيْهِ، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، لَيْسَ بِالطَّوِيلِ وَلَا بِالْقَصِيرِ.

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2337]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

বারা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
চুলওয়ালা, লাল পোশাক পরিহিত কোন লোককে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুন্দর দেখিনি। তার চুল কাঁধ স্পর্শ করতো। উভয় কাঁধের মধ্যে বেশ দূরত্ব ছিল। তিনি লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না।

[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 2337]

ব্যাখ্যা

বারা’ ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, তিনি কখনও কাঁধ পর্যন্ত লম্বা চুল এবং লাল ডোরাকাটা কালো লুঙ্গি ও চাদর পরা কাউকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর চেয়ে বেশি সুন্দর দেখেননি। তাঁর শারীরিক বৈশিষ্ট্যগুলির মধ্যে ছিল কাঁধের মাঝখানে প্রশস্ত ফাঁকা জায়গা, প্রশস্ত বুক এবং লম্বা ও খাটোর মাঝখানে গড়ন ছিল।

হাদীসের শিক্ষা

  1. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর বাহ্যিক কিছু সুন্দর গুণাবলীর বর্ণনা, যেমন সুন্দর চুল, প্রশস্ত বুক, সুন্দর দেহ এবং অন্যান্য বিষয়।
  2. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি সম্মানিত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের ভালোবাসা এতটাই ছিল যে তারা তাদের পরবর্তীদের কাছে তাঁর শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য এবং গুণাবলী বর্ণনা করতেন এবং পৌঁছাতেন করতেন।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো