+ -

عن الحسن بن علي بن أبي طالب رضي الله عنهما قال: حفظت من رسول الله -صلى الله عليه وآله وسلم-: «دَعْ ما يَرِيبك إلى ما لا يَرِيبك».
[صحيح] - [رواه الترمذي والنسائي وأحمد والدارمي]
المزيــد ...

হাসান ইবন আলী রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর।”
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন। - এটি দারিমী বর্ণনা করেছেন]

ব্যাখ্যা

মুমিনের ওপর ওয়াজিব হচ্ছে, না জেনে হারামে পতিত হওয়ার ভয়ে সন্দিহান হালালকে পরিত্যাগ করা; বরং যে ব্যাপারে সে সন্দেহ পোষণ করবে তা থেকে অবস্থান পরিবর্তন করে নিশ্চিত হালালের দিকে চলে যাওয়া, যেন তার অন্তরাত্মা প্রশান্তি পায়। পরিপূর্ণ হালালকে পাওয়ার জন্য হারাম, সন্দেহ ও যা অন্তরে খটকা সৃষ্টি করে তা থেকে দূরে থাকা।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি রোমানিয়ান মালাগাসি অরমো
অনুবাদ প্রদর্শন