عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ خَتَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخِي أُمِّ المؤمِنين جُوَيْرِيَةَ بِنْتِ الحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهُم، قَالَ:
مَا تَرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا وَلاَ دِينَارًا وَلاَ عَبْدًا وَلاَ أَمَةً وَلاَ شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ البَيْضَاءَ، وَسِلاَحَهُ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً.
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 2739]
المزيــد ...
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শ্যালক অর্থাৎ উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া বিনতু হারিসের ভাই ‘আমর ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন,
‘রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর মৃত্যুকালে তাঁর সাদা খচ্চরটি, তাঁর হাতিয়ার এবং সে জমি যা তিনি সাদাকা করেছিলেন, তাছাড়া কোন স্বর্ণ বা রৌপ্য মুদ্রা, কোন দাস-দাসী কিংবা কোন জিনিস রেখে যাননি।’
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 2739]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি কোন রূপার দিরহাম, সোনার দিনার, দাস-দাসী, গবাদি পশু বা কোনো ধরনের ধন-সম্পদ কিছুই রেখে যাননি, একমাত্র তাঁর সাদা গাধাটি যা তিনি চলাচলের জন্য ব্যবহার করতেন, তাঁর অস্ত্র যা তিনি ধারণ করতেন এবং কিছু জমি যা তিনি জীবিত অবস্থায় পথযাত্রীদের জন্য ব্যয় করার উদ্দেশ্যে ওয়াকফ করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি কিছুই রেখে যাননি—না সোনার দিনার, না রূপার দিরহাম, না কোনো দাস বা দাসী, না গবাদি পশু বা অন্য কোনো সম্পদ। একমাত্র তিনি রেখে গেছেন তাঁর সাদা গাধাটি, যা তিনি চলাচলের জন্য ব্যবহার করতেন, তাঁর অস্ত্র যা তিনি বহন করতেন এবং কিছু জমি, যা তিনি জীবিত অবস্থায় পথযাত্রীদের উপকারের জন্য ওয়াকফ করেছিলেন।