+ -

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهُما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«البَسُوا مِنْ ثِيَابِكُمُ البَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ».

[صحيح] - [رواه أبو داود والترمذي وابن ماجه] - [سنن الترمذي: 994]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইবনু আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"তোমরা সাদা পোশাক পরো, কারণ এটি তোমাদের পোশাকের মধ্যে সর্বোত্তম এবং তোমাদের মৃতদেরকে এতে কাফন দাও।"

[সহীহ] - - [সুনানে তিরমিযি - 994]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাদা পোশাক পরতে এবং তাতে মৃতদের কাফন পরাতে নির্দেশ দেন। এটি উত্তম পোশাকগুলির মধ্যে একটি।

হাদীসের শিক্ষা

  1. সাদা পোশাক পরা মুস্তাহাব, তবে অন্যান্য রঙের পোশাকও অনুমোদিত।
  2. মৃতদের সাদা পোশাকে কাফন দেওয়া মুস্তাহাব।
  3. আশ-শাওকানী বলেন: হাদীসটি সাদা পোশাক পরা এবং তাতে মৃতদের কাফন দেওয়ার বৈধতা সম্পর্কে ইঙ্গিত করে। এটি অন্যান্য পোশাকের তুলনায় বেশী ভালো ও উত্তম। এটি সবচেয়ে ভালো এটি স্পষ্ট। এটি সবচেয়ে পবিত্র হওয়ার কারণ হল এর উপর যে সামান্যতম জিনিসও পড়ে তা দৃশ্যমান হয়, ফলে এটিই উত্তম।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান সিংহলী ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো