عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4826]
المزيــد ...
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“আল্লাহ তা‘আলা বলেছেন: আদম সন্তান আমাকে কষ্ট দেয়। সে যমানাকে গালি দেয়; অথচ আমিই যমানা, আমার হাতেই সকল কর্ম, আমিই রাত-দিনের পরিবর্তন ঘটাই।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 4826]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন: 'সে মানুষ আমাকে আঘাত দেয় এবং আমাকে অবমূল্যায়ন করে, যে বিপদ ও দুঃখের সময়ে সময়কে গালি দেয় এবং নিন্দা করে; কারণ আল্লাহই এককভাবে সবকিছুর নিয়ন্তা এবং যা ঘটে তা পরিচালনা করেন। তাই সময়কে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়ার সমান। সময় কেবল একটি নিয়ন্ত্রিত সৃষ্টির অংশ, যাতে আল্লাহর নির্দেশে ঘটনা প্রবাহ চলমান।