عن عبد الله بن عمر رضي الله عنهما قال:
لعن النبي صلى الله عليه وسلم الوَاصِلَةَ والمُسْتَوْصِلَةَ، والوَاشِمَةَ والمُسْتَوشِمَةَ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5947]
المزيــد ...
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী এবং উল্কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ বুখারী - 5947]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চার ধরণের মানুষকে আল্লাহর রহমত থেকে বহিষ্কৃত, নির্বাসিত ও অভিশপ্ত হওয়ার বদ দোআ করেছেন: প্রথমত: যে মহিলা নিজের বা অন্য কারো চুলে চুল যোগ করে। দ্বিতীয়ত: যে মহিলা আবেদনের প্রেক্ষিতে একজনের চুলের সাথে অন্যজনের চুল যোগ করে। তৃতীয়ত: যে ট্যাটু শিল্পী শরীরের কোন অংশে, যেমন মুখ, হাত বা বুকে, একটি সুচ ঢুকিয়ে তাতে কাজল বা অনুরূপ কিছু লাগায়, যতক্ষণ না এর প্রভাব নীল বা সবুজ হয়ে যায়; সাজসজ্জা এবং সৌন্দর্যের জন্য। চতুর্থত: ট্যাটু করানো মহিলা যিনি তার গায়ে ট্যাটু করানোর অনুরোধ করেন। এই কাজগুলো কবীরা পাপের অন্তর্ভুক্ত।