عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم :"لا تلبسوا الحرير فإن من لبسه في الدنيا لم يلبسه في الآخرة". وفي رواية: «إِنَّمَا يَلْبَسُ الحَرِيرَ مَنْ لا خَلَاقَ له». وفي رواية للبخاري: «مَنْ لا خَلَاقَ له في الآخرةِ».
[صحيح] - [متفق عليه بجميع روايتيه]
المزيــد ...

ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, "c2">“যরা রেশম পড়বে, তাদের কোনো অংশ নেই।” বুখারীর বর্ণনায় এসেছে, "c2">“যার আখিরাতে কোনো অংশ নেই।”
সহীহ - উভয় বর্ণনা মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিচ্ছেন যে, পুরুষদের কেউই রেশম পরিধান করবে না, তবে আখিরাতে যার কোনো অংশ নেই সে ব্যতীত। এতে কঠোর ধমক রয়েছে। কারণ রেশম হচ্ছে নারীদের ও জান্নাতীদের পোশাক।দুনিয়াতে অহংকারী, দাম্ভিক ও বড়ত্ব প্রকাশকারী ব্যতীত কেউ তা পরিধান করেনা। এ জন্যই তা পরিধান করতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞাটি খাঁটি রেশমের ক্ষেত্রে। আসলও কৃত্রিমভাবে তৈরি রেশম থেকেও দূরে থাকা বাঞ্ছনীয়। কারণ এতে বিলাসিতা হয়ে যায় এবং নারী ও ফাসিকদের সাথে সাদৃশ্য হয়।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো