+ -

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يَا أَبَا سَعِيدٍ، مَنْ رَضِيَ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»، فَعَجِبَ لَهَا أَبُو سَعِيدٍ، فَقَالَ: أَعِدْهَا عَلَيَّ يَا رَسُولَ اللهِ، فَفَعَلَ، ثُمَّ قَالَ: «وَأُخْرَى يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِائَةَ دَرَجَةٍ فِي الْجَنَّةِ، مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»، قَالَ: وَمَا هِيَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1884]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আবূ সা‘ঈদ খুদরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
‘‘যে ব্যক্তি আল্লাহকে রব বলে, ইসলামকে দ্বীন হিসাবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিলো, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল।’’ আবূ সাঈদ [বর্ণনাকারী] অনুরূপ উক্তি শুনে আশ্চর্য হলেন এবং বললেন: ‘হে আল্লাহর রাসূল! কথাগুলো আমাকে আবার বলুন।’ তিনি তাই করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: ‘‘আরও একটি পুণ্যের সুসংবাদ, যার বিনিময়ে বান্দার জন্য আল্লাহ তা'আলা জান্নাতের মধ্যে একশ’টি স্তর উঁচু করে দেবেন, প্রতি দুই স্তরের মাঝখানের দূরত্ব হবে, আকাশ-পৃথিবীর মধ্যখানের দূরত্ব সম।’’ আবূ সাঈদ বললেন: ‘হে আল্লাহর রাসূল! সেটি কি?’ তিনি বললেন, ‘‘আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ।’’

[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 1884]

ব্যাখ্যা

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং তাঁকে রব, ইলাহ, মালিক, প্রভু ও আদেশকর্তা হিসেবে মেনে নেয়, এবং ইসলামকে তার দ্বীন হিসেবে গ্রহণ করে, এর সমস্ত আদেশ-নিষেধের কাছে আত্মসমর্পণ করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে মেনে নেয়, তাঁর মাধ্যমে যা কিছু এসেছে এবং পৌঁছেছে তার সবকিছুর উপর বিশ্বাস রাখে, তার জন্য জান্নাত নিশ্চিত। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে আশ্চর্য হয়ে বললেন: হে আল্লাহর রাসূল, এটা আবার বলুন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা আবার বললেন। তারপর তিনি বললেন: আরও একটি গুণ আছে, যা দ্বারা আল্লাহ বান্দাকে জান্নাতে একশত মর্যাদা উন্নীত করবেন, যেখানে প্রতিটি মর্যাদার মধ্যে আসমান ও যমীনের দূরত্বের মতো ব্যবধান থাকবে। আবু সাঈদ জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর রাসূল, সেটি কী? তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে জিহাদ।

হাদীসের শিক্ষা

  1. জান্নাতে প্রবেশের অন্যতম কারণ হলো আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া।
  2. আল্লাহর পথে জিহাদের গুরুত্ব বুঝানো হয়েছে।
  3. মুজাহিদ ব্যক্তির জন্য রয়েছে জান্নাতে মর্যাদার উঁচু মাকাম।
  4. জান্নাতে অগণিত স্তর এবং অনুপম বাসস্থান রয়েছে, এবং মুজাহিদদের জন্য রয়েছে তার মধ্যে একশোটি স্তর।
  5. ভালো কাজ, এর পথ ও উপায় জানার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসা।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো