শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيُصَلِّ فِيهِمَا، وَلْيَمْسَحْ عَلَيْهِمَا ثُمَّ لَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ».
[صحيح] - [رواه الدارقطني] - [سنن الدارقطني: 781]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন তোমাদের কেউ অযু করে তার দু’টি মোজা পরিধান করে সে যেন তাতে সালাত আদায় ও তার ওপর মাসেহ করে তারপর তা জানাবত ছাড়া খুলবে না”।

[সহীহ] - [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।] - [সুনানে দারাকুতনী - 781]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে, মুসলিম অযু শেষে যখন তার দু’টি মোজা পরিধান করে, তারপর অযু ভেঙ্গে যায় ও অযু করার ইচ্ছে করে, তখন তার জন্য মোজার ওপর মাসেহ করার অনুমতি রয়েছে যদি সে তা চায় এবং তাতে সালাত আদায় করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তা খুলবে না, তবে জানাবত হলে তার ওপর আবশ্যক হল মোজা খুলে গোসল করা।

হাদীসের শিক্ষা

  1. পরিপূর্ণ পবিত্রতার পর মোজা পরিধান করা ছাড়া তাদের ওপর মাসেহ করা বৈধ নয়।
  2. মুকিমের জন্য মাসেহ করার সময়: একদিন ও একরাত মাসেহ করা আর মুসাফিরের জন্য তিনদিন তিন রাত মাসেহ করা।
  3. মোজার ওপর মাসেহ করা ছোট নাপাকের সাথে খাস, তবে বড় নাপাকের পর মাসেহ করা বৈধ নয়, বরং দু’টি মোজা খুলে দুই পা ধৌত করা জরুরি।
  4. ইহুদীদের বিরোধিতা করে জুতা, মোজা ও এই জাতীয় জিনিসের ওপর সালাত আদায় করা মুস্তাহাব, যদি তাতে মুসলিমদের অথবা কার্পেট বিছানো মসজিদের মত মসজিদের কষ্ট না হয়, তখন তা নিয়ে সালাত আদায় করবে না।
  5. দুই মোজার ওপর মাসেহ করা এই উম্মতের ওপর সহজ ও শিথিলতা করণ।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি দারি সার্বিয়ান কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري মালাগাসি অরমো কন্নড় ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো