«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيُصَلِّ فِيهِمَا، وَلْيَمْسَحْ عَلَيْهِمَا ثُمَّ لَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ».
[صحيح] - [رواه الدارقطني] - [سنن الدارقطني: 781]
المزيــد ...
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যখন তোমাদের কেউ অযু করে তার দু’টি মোজা পরিধান করে সে যেন তাতে সালাত আদায় ও তার ওপর মাসেহ করে তারপর তা জানাবত ছাড়া খুলবে না”।
[সহীহ] - [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।] - [সুনানে দারাকুতনী - 781]
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে, মুসলিম অযু শেষে যখন তার দু’টি মোজা পরিধান করে, তারপর অযু ভেঙ্গে যায় ও অযু করার ইচ্ছে করে, তখন তার জন্য মোজার ওপর মাসেহ করার অনুমতি রয়েছে যদি সে তা চায় এবং তাতে সালাত আদায় করবে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তা খুলবে না, তবে জানাবত হলে তার ওপর আবশ্যক হল মোজা খুলে গোসল করা।