শ্রেণিবিন্যাস: . . .
+ -
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ وَلَبِسَ خُفَّيْهِ فَلْيُصَلِّ فِيهِمَا، وَلْيَمْسَحْ عَلَيْهِمَا ثُمَّ لَا يَخْلَعْهُمَا إِنْ شَاءَ إِلَّا مِنْ جَنَابَةٍ».
[صحيح] - [رواه الدارقطني] - [سنن الدارقطني: 781]
المزيــد ...

উমার রাদিয়াল্লাহ আনহু থেকে মওকূফ ও আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে মরফূ হিসেবে বর্ণিত, তোমাদের কেউ যখন অযু করে মোজা পরিধান করে, তখন সে যেন মোজাদ্বয়ের উপর মাসেহ করে এবং ইচ্ছা করলে তা না খুলেই যেন তাসহ সালাত আদায় করে। তবে বড় নাপাকীর কারণে মাসেহ করা বৈধ হবে না।
[সহীহ] - [এটি দারাকুতনী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

কেউ যদি অযু করার পর মোজা পরিধান করে, অতঃপর তার অযু ভঙ্গ হয় এবং অযুর ইচ্ছা করে তাহলে সে মোজা না খুলে তার উপর মাসেহ করে সালাত আদায় করতে পারবে। কেননা মোজা বারবার খুলতে গেলে কষ্ট এবং অসুবিধা হয়। তাই এই উম্মতের উপর হালকা ও সহজ করণার্থে মোজার উপর মাসেহ করাই যথেষ্ট। তবে কেউ যখন স্ত্রী সহবাস জনিত কারণে অপবিত্র হবে তখন মোজা খোলা ও গোসল করা আবশ্যক। যদিও মোজার উপর মাসেহ করার সময়সীমা বাকী থাকে। আর এ মূলনীতির উপর ভিত্তি করে বলা যায় যে, মাসেহ শুধু ওযুর সাথেই খাস। সুবুলুস সালাম (১/৮৬), তাওদীহুল আহকাম (১/২৭৫), তাসহীলুল ইলহাম (১/১৬৫)

হাদীসের শিক্ষা

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই জার্মানি পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري অরমো الجورجية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো