+ -

عَنْ عِكْرِمَةَ:
أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ حَرَّقَ قَوْمًا، فَبَلَغَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ»، وَلَقَتَلْتُهُمْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ».

[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 3017]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইকরামাহ হতে বর্ণিত:
‘আলী রাদিয়াল্লাহু আনহু এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এ সংবাদ ইবনু ‘আব্বাস -এর নিকট পৌঁছলে তিনি বলেন, ‘যদি আমি হতাম, তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর আযাব দ্বারা কাউকে আযাব দিবে না”। বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেল”।

[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 3017]

ব্যাখ্যা

আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু একদল মুরতাদ ও যিন্দীক (ইসলাম ত্যাগকারী) লোকের বিরুদ্ধে ইজতিহাদ করেছিলেন এবং তাদের আগুনে পুড়িয়ে শাস্তি দিয়েছিলেন। এই খবর আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা-এর কাছে পৌঁছলে, তিনি তাদের হত্যা করার বিষয়ে সমর্থন করেন; তবে আগুনে পোড়ানোকে তিনি অগ্রহণযোগ্য মনে করেন। তিনি বললেন: ‘যদি আমি তাঁর স্থানে থাকতাম, আমি তাদের আগুনে পোড়াতাম না; কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করেছেন যে আগুনে শাস্তি দেয়া হবে শুধুই আল্লাহ, আগুনের পালনকর্তা ছাড়া (কেউ) আগুনে শাস্তি দেয় না। তবুও তাদের হত্যা করলেই যথেষ্ট, কারণ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যারা ইসলাম ত্যাগ করে এবং তাদের ধর্ম বদলে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তাদের হত্যা করো।

হাদীসের শিক্ষা

  1. ইসলাম ধর্ম ত্যাগকারী (মূর্তেদ)কে হত্যা করা ফরজ — এ বিষয়ে আলেমদের ইজমা (ঐকমত্য) আছে; এ কাজটি অবশ্যই নির্দিষ্ট শর্তের অধীনে কার্যকর হবে এবং এটি কেবল ইমাম/শাসকই করতে পারেন।
  2. তাঁর কথা: ‘যে তার ধর্ম বদলে, তাকে হত্যা করো’ — অর্থাৎ: যে ইসলাম ত্যাগ করে: এটি একটি সর্বজনীন হুকুম, পুরুষ ও মহিলাদের জন্য।
  3. মুরতাদকে স্থায়ীভাবে তাঁর মুরতাদ হওয়ার রাখা হবে না; বরং তাকে ইসলামে ফেরত আসার জন্য ডাকা হবে; যদি সে সাড়া না দেয়, তাকে হত্যা করা হয়।
  4. এই হাদীসে আগুন দ্বারা শাস্তি দেওয়া নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে শাস্তি (হদ্দ) আগুন দিয়ে কার্যকর করা যাবে না।
  5. ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর ফজিলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীস সম্পর্কে তাঁর বিশাল ইলম ও গভীর ফিকহ।
  6. এতে ভিন্নমতের ব্যক্তির ভুল সংশোধন করার শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে।
অনুবাদ: ইংরেজি উর্দু ইন্দোনেশিয়ান ফরাসি রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া ডাচ গুজরাটি দারি হাঙ্গেরিয়ান الجورجية المقدونية الخميرية
অনুবাদ প্রদর্শন
আরো