عَنْ عِكْرِمَةَ:
أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ حَرَّقَ قَوْمًا، فَبَلَغَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ»، وَلَقَتَلْتُهُمْ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ».
[صحيح] - [رواه البخاري] - [صحيح البخاري: 3017]
المزيــد ...
ইকরামাহ হতে বর্ণিত:
‘আলী রাদিয়াল্লাহু আনহু এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন। এ সংবাদ ইবনু ‘আব্বাস -এর নিকট পৌঁছলে তিনি বলেন, ‘যদি আমি হতাম, তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা আল্লাহর আযাব দ্বারা কাউকে আযাব দিবে না”। বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেল”।
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [সহীহ বুখারী - 3017]
আলী ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু একদল মুরতাদ ও যিন্দীক (ইসলাম ত্যাগকারী) লোকের বিরুদ্ধে ইজতিহাদ করেছিলেন এবং তাদের আগুনে পুড়িয়ে শাস্তি দিয়েছিলেন। এই খবর আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা-এর কাছে পৌঁছলে, তিনি তাদের হত্যা করার বিষয়ে সমর্থন করেন; তবে আগুনে পোড়ানোকে তিনি অগ্রহণযোগ্য মনে করেন। তিনি বললেন: ‘যদি আমি তাঁর স্থানে থাকতাম, আমি তাদের আগুনে পোড়াতাম না; কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করেছেন যে আগুনে শাস্তি দেয়া হবে শুধুই আল্লাহ, আগুনের পালনকর্তা ছাড়া (কেউ) আগুনে শাস্তি দেয় না। তবুও তাদের হত্যা করলেই যথেষ্ট, কারণ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যারা ইসলাম ত্যাগ করে এবং তাদের ধর্ম বদলে অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তাদের হত্যা করো।