عن عبد الله بن عُمر وأبي هريرة رضي الله عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم، يقول على أعواد منبره:
«لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللهُ عَلَى قُلُوبِهِمْ، ثُمَّ لَيَكُونُنَّ مِنَ الْغَافِلِينَ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 865]
المزيــد ...
আবদুল্লাহ ইবনু উমার ও আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মিম্বারের সিড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন:
“যারা জুমুআর সালাত ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতে হবে। নতুবা আল্লাহ তাদের অন্তরে সীল মেরে দিবেন, অতঃপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।] - [সহীহ মুসলিম - 865]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর মিম্বরে ছিলেন, তখন তিনি সতর্ক করে দিয়েছিলেন যে, জুমার সালাত পরিত্যাগ করবে না এবং বিনা কারণে অবহেলা ও অলসতা করে তা থেকে দূরে থাকবে না, অন্যথায় আল্লাহ তাদের হৃদয় মোহর করে দেবেন এবং তা ঢেকে দেবেন এবং তার উপর একটি বাধা স্থাপন করবেন যা তাদেরকে সত্য অনুসরণ করতে বাধা দেবে। তারপর তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা কল্যাণের উপায়সমূহ সম্পর্কে উদাসীন এবং তাদের নফস আনুগত্যের প্রতি উদাসীন।