عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1914]
المزيــد ...
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন”।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 1914]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক ব্যক্তি যখন হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তার ধারে একটি কাঁটাযুক্ত গাছের ডালের পাশ দিয়ে যাচ্ছিল, যা মুসলিমদের কষ্ট দিচ্ছিল। সে এটি দূর করে রাস্তা থেকে সরিয়ে দিল, তাই আল্লাহ তাকে কৃতজ্ঞতা জানালেন এবং তাকে ক্ষমা করলেন।