عن أُمِّ عَطِيَّةَ الأنصارية رضي الله عنها قالت: «نُهِينَا عن اتِّبَاعِ الجنائز ولم يُعْزَمْ علينا».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

উম্মে আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমাদেরকে জানাযার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের ওপর হারাম করা হয়নি।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

উম্মু আতিয়্যাহ আল-আনসারীয়্যাহ রাদিয়াল্লাহু ‘আনহা একজন বিশিষ্ট মহিলা সাহাবী। তিনি জানান যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জানাযার সালাতের অনুসরণ করতে নিষেধ করেছেন। কারণ, তাদের মধ্যে দয়া ও কোমলতা বেশি। তাদের মধ্যে পুরুষদের সমান ধৈর্য এবং মুসিবত বরদাশত করার ক্ষমতা নাই। ফলে জানাযা বহন ও তার থেকে ফেরার সময় তারা যে দৃশ্য দেখবে তার থেকে ফিতনা ও বিশৃংখলার সৃষ্টি হতে পারে। এদত সত্বেও সে অবস্থার পেক্ষাপটে বুঝেছেন যে, এ নিষেধ করা অকাট্য বা গুরুত্বসহকারে নয়। সুতরা এটি তাদের ওপর হারাম হওয়াকে বুঝায় না। তবে নিষেধ হওয়ার বিধানই বিশুদ্ধ। ইবনু দাকীকুল ঈদ বলেন, এ হাদীস নারীদের জানাযার অনুসরণের প্রতি যতটুকু নিষেধাজ্ঞা প্রমাণ করে তার চেয়ে বেশী নিষেধাজ্ঞা প্রমাণকারী অনেক হাদীস রয়েছে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান উইঘুর কুর্দি হাউসা পর্তুগীজ
অনুবাদ প্রদর্শন
আরো