+ -

عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا يَنْظُرُ اللهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرٍ».

[صحيح] - [رواه الترمذي والنسائي في الكبرى] - [السنن الكبرى للنسائي: 8952]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"আল্লাহ এমন পুরুষের দিকে তাকান না যে পুরুষ বা মহিলার গুহ্যদ্বার দিয়ে যৌন মিলন করে।"

[সহীহ] - - [ইমাম নাসায়ীর সুনানুল কুবরা - 8952]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমক বর্ণনা করছেন যে, এমন পুরুষ যে কোনো পুরুষের অথবা নারীর গুহ্যদ্বারে গমন করল তার দিকে রহমতের দৃষ্ট দিবেন না এবং এটি একটি কবিরা গুনাহ।

হাদীসের শিক্ষা

  1. পুরুষ পুরুষে গমন কবিরা গুনাহ।
  2. নারীর গুহ্যদ্বারে গমন করা কবিরা গুনাহ।
  3. (আল্লাহ দৃষ্টি দিবেন না) অর্থাৎ রহমত ও দয়ার দৃষ্টি দিবেন না। এর উদ্দেশ্য ব্যাপক রহমত নয়। কারণ, আল্লাহ সুবহানাহু ওয়াতালার নিকট কোনো জিনিস গোপন থাকে না এবং তার দৃষ্টি থেকে কোন জিনিস অদৃশ্য হয় না।
  4. এই কাজগুলি মানবতার জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক জঘন্য কাজগুলির মধ্যে একটি। কারণ এটি সাধারণ মানুষের স্বভাব লঙ্ঘন করে, বংশ হ্রাস করে, বৈবাহিক জীবনকে নষ্ট করে, শত্রুতা ও ঘৃণার জন্ম দেয় এবং নোংরা জায়গায় নিপতিত করে।
অনুবাদ: ইংরেজি উর্দু ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি থাই পশতু অসমীয়া সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি নেপালি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الموري الولوف ইউক্রেনীয় الجورجية المقدونية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো