+ -

عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ».

[صحيح] - [رواه أبو داود والنسائي وابن ماجه] - [سنن أبي داود: 449]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন:
“মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

[সহীহ] - - [সুনানে আবু দাউদ - 449]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: কিয়ামত নিকটবর্তী এবং দুনিয়ার শেষ হওয়ার লক্ষণগুলির মধ্যে একটি হল লোকেরা তাদের মসজিদের সাজসজ্জা নিয়ে গর্ব করবে, অথবা আল্লাহর যিকিরের জন্য নির্মিত মসজিদের অভ্যন্তরে তাদের পার্থিব বিষয় নিয়ে গর্ব করবে।

হাদীসের শিক্ষা

  1. মসজিদ নিয়ে গর্ব করা হারাম এবং এটি একটি অগ্রহণযোগ্য কাজ। কারণ এটা আল্লাহর জন্য করা হয়নি।
  2. রং, রঞ্জক, খোদাই এবং লেখা দিয়ে মসজিদ সাজানো নিষেধ। কারণ এর দিকে দৃষ্টির ফলে মুসল্লিগণ অন্য মনস্ক হয়।
  3. আস-সিন্দি বলেন: এই হাদীসটি এমন একটি হাদীস যার সত্যতা বর্তমান অবস্থা দ্বারা প্রমাণিত এবং এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আশ্চর্যজনক অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো