+ -

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضيَ اللهُ عنهُما قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ».

[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 3681]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যা মাতাল করে তার কম ও বেশি হারাম।”

[হাসান] - - [সুনানে আবু দাউদ - 3681]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে, যে কোনও পানীয় বা খাবার যা বেশি পরিমাণে গ্রহণ করলে মানসিক মাতাল অবস্থা সৃষ্টি করে তা কম পরিমাণে গ্রহণ করাও হারাম, এমনকি যদি তা মানসিক অবসাদ নাও ঘটায়।

হাদীসের শিক্ষা

  1. মানুষের মনে শরিয়া সংরক্ষণ করা।
  2. উপায়গুলোকে বন্ধ করার কথা বিবেচনা করার বৈধতা, অর্থাৎ সেইসব মন্দ কাজের দিকে পরিচালিত করে এমন সবকিছু বন্ধ করে দেওয়া।
  3. অল্প পরিমাণে নেশাজাতীয় দ্রব্য হারাম; কারণ এটি মাতাল হওয়ার একটি মাধ্যম।
  4. যদি কোন জিনিস নেশা সৃষ্টি না করে, অল্পও না বেশিও না, তাহলে তা হারাম নয়।
অনুবাদ: ইংরেজি ইন্দোনেশিয়ান সিংহলী ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ তেলেগু সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক ডাচ গুজরাটি দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান ইউক্রেনীয় الجورجية المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো