عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضيَ اللهُ عنهُما قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ».
[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن أبي داود: 3681]
المزيــد ...
জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“যা মাতাল করে তার কম ও বেশি হারাম।”
[হাসান] - - [সুনানে আবু দাউদ - 3681]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে, যে কোনও পানীয় বা খাবার যা বেশি পরিমাণে গ্রহণ করলে মানসিক মাতাল অবস্থা সৃষ্টি করে তা কম পরিমাণে গ্রহণ করাও হারাম, এমনকি যদি তা মানসিক অবসাদ নাও ঘটায়।