+ -

عن عبد الله بن عمر رضي الله عنهما مرفوعاً: "إذا جمع الله عز وجل الأَوَّلِينَ والآخِرين: يرفع لكل غادر لِوَاءٌ، فيقال: هذه غَدْرَةُ فلان بن فلان".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে মারফূ‘ হিসেবে বর্ণিত “কিয়ামতের দিনে প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি করে (বিশেষ) পতাকা নির্দিষ্ট হবে। বলা হবে যে, এটা অমুকের ছেলে অমুকের গাদ্দারির প্রতীক।”
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।]

ব্যাখ্যা

কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা যখন পূর্বের ও পরের সবাইকে একত্র করবেন তখন প্রত্যেক বিশ্বাসঘাতককে উপস্থিত করা হবে। আর তার সাথে থাকবে তার ঘাতকতার নির্দশন। আর তা হলো পতাকা যা তার সাথে মিলিত হবে, তা দ্বারা মানুষের সামনে তাকে অপধস্থ করা হবে।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম সুওয়াহিলি অসমীয়া ডাচ
অনুবাদ প্রদর্শন
আরো