عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ رَضيَ اللهُ عنهُ قَالَ:
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ، فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ القُرْآنَ، ثُمَّ تَعَلَّمْنَا القُرْآنَ، فَازْدَدْنَا بِهِ إِيمَانًا.
[صحيح] - [رواه ابن ماجه] - [سنن ابن ماجه: 61]
المزيــد ...
জুনদুব ইবন আব্দুল্লাহ রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন:
আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়।
[সহীহ] - [এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।] - [সুনানে ইবনে মাজাহ - 61]
জুনদুব ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম, তখন আমরা কিশোর ছিলাম, বয়ঃসন্ধির কাছাকাছি, শক্তিশালী ও সাহসী। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রথমে ঈমান শিখেছি কুরআন শেখার আগে। তারপর আমরা কুরআন শিখেছি, ফলে তাতে আমাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে।