+ -

عَنْ عَبْدَ اللهِ بْنِ عَمْرٍو رَضيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا لَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، وَمَنْ مَاتَ وَهُوَ يُشْرِكُ بِهِ لَمْ يَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ».

[صحيح] - [رواه أحمد] - [مسند أحمد: 6586]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আব্দুল্লাহ ইবনু ‘আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছু শরীক না করে তাঁর সাথে সাক্ষাৎ করবে, তার কোন পাপ তার ক্ষতি করতে পারবে না, আর যে ব্যক্তি তাঁর সাথে কোন কিছু শরীক করে মারা যাবে, তার কোন নেক আমল তার কোন উপকার করবে না।"

[সহীহ] - [এটি আহমাদ বর্ণনা করেছেন।] - [মুসনাদে আহমাদ - 6586]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি একত্ববাদী অবস্থায় মৃত্যুবরণ করে এবং আল্লাহর সঙ্গে কিছুই শরিক না করে তাঁর সাক্ষাৎ লাভ করে, সে জান্নাতি — যদিও সে তার গুনাহর কারণে জাহান্নামে শাস্তি পেতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার কোনো নেক কাজই তার উপকারে আসবে না; এবং জান্নাত তার জন্য হারাম।

হাদীসের শিক্ষা

  1. শিরক থেকে সতর্ক করা, কারণ এটি সবচেয়ে বড় গুনাহ ও অপরাধ এবং আল্লাহ তাআলা এটি কখনো ক্ষমা করবেন না।
  2. তাওহীদের ফজিলত এবং এটি জান্নাতে প্রবেশের কারণ, যদিও শাস্তি ভোগ করার পরে হয়।
  3. মৃত্যু পর্যন্ত তাওহীদের ওপর অটল থাকার গুরুত্ব এবং এর বিপরীত কাজ অর্থাৎ শিরক না করার নির্দেশ।
অনুবাদ: ভিয়েতনামী কুর্দি পর্তুগীজ থাই অসমীয়া ডাচ দারি হাঙ্গেরিয়ান الجورجية المقدونية
অনুবাদ প্রদর্শন
আরো