+ -

عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه قَالَ:
مِنَ السُّنَّةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ.

[صحيح] - [رواه ابن خزيمة والدارقطني والبيهقي] - [صحيح ابن خزيمة: 386]
المزيــد ...

এ অনুবাদটির আরও অধিক সম্পাদনা ও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন.

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন:
সুন্নাত হলো ফজরের আযানে মু‘আজ্জিন হাইয়্যা আলাল ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলবে।

[সহীহ] - [ইবন খুযাইমাহ এটি বর্ণনা করেছেন। - এটি বাইহাকী বর্ণনা করেছেন। - এটি দারাকুতনী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সুন্নাতে যেসব বিষয় অনুমোদন করেছেন তার মধ্যে ছিল, বিশেষ করে ফজরের আযানের সময় মুয়াজ্জিনের حي على الفلاح) বলার পর (الصلاة خير من النوم) বলা।

হাদীসের শিক্ষা

  1. তাঁর উক্তি (সুন্নাহ থেকে): অর্থ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ, তাই এটির হুকুম মারফু। অর্থাৎ এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সম্পৃক্ত।
  2. ফজরের আযানের সময় মুয়াজ্জিনকে حي على الفلاح বলার পর الصلاة خير من النوم দুইবার বলা মুস্তাহাব। যেহেতু ফজরের সালাত এমন এক সময়ে পড়া হয় যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে এবং ঘুম থেকে উঠে সালাত পড়ে, তাই অন্যান্য সালাতের তুলনায় ফজরের সালাত এই ক্ষেত্রে অনন্য।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ সুওয়াহিলি থাই অসমীয়া আমহারিক দারি রোমানিয়ান হাঙ্গেরিয়ান الجورجية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
আরো