শ্রেণিবিন্যাস:
+ -


____

[] - []
المزيــد ...

আবূ মাসউদ উকবাহ ইবনু আমর আল-আনসারী আল-বাদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন:
“পূর্বেকার নবুওয়াতের বাণীসমূহ থেকে লোকেরা যা লাভ করেছে তন্মধ্যে একটি হচ্ছে: যখন তুমি লজ্জা করবে না তখন যা ইচ্ছা তাই কর।”

[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।] - [الأربعون النووية - 20]

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে, পূর্ববর্তী নবীদের কাছ থেকে যা এসেছে এবং লোকেরা তাদের মধ্যে যা প্রচলন করেছে এবং শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে এসে এই উম্মতের প্রথম যুগ পর্যন্ত পৌঁছেছে তা হল একটি উপদেশ: তুমি যা করতে চাও তার দিকে একটু দৃষ্টি দাও। যদি তা লজ্জার না হয় সম্পাদন কর আর যদি লজ্জার হয় পরিত্যাগ কর। কারণ, খারাপ কর্ম থেকে বাধা দানকারী হল কেবল লজ্জা। কাজেই যার লজ্জা নেই সে প্রত্যেক অশ্লীল ও নিষিদ্ধ কাজে নিমজ্জিত হবে।

হাদীসের শিক্ষা

  1. লজ্জা উত্তম চরিত্রের মূল।
  2. লজ্জা নবীগণ আলাইহিস সালামদের একটি গুণ এবং এটি তাদের থেকে চলে আসছে।
  3. লজ্জাই একমাত্র বিষয় যা একজন মুসলিম ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করে যা সৌন্দর্যমণ্ডিত এবং সুশোভিত করে এবং এমন কাজ ছাড়তে বাধ্য করে যা নোংরা ও কলঙ্কযুক্ত।
  4. ইমাম নববী বলেন: এতে নির্দেশটি বৈধতার জন্য। অর্থাৎ: আপনি যদি কোনো কাজ করার ইচ্ছে করেন আর কাজটি যদি এমন হয় যা করলে আপনি আল্লাহ বা মানুষের কাছ থেকে লজ্জা পাবেন না, তবে তা করুন, অন্যথায় করবেন না। এর উপরই ইসলামের ভিত্তি। এর ব্যাখ্যা হল, যদি নির্দেশনটি ওয়াজিব ও পছন্দনীয় হয় সেটি ছাড়তে লজ্জা করা উচিত। নিষেধটি যদি হারাম ও মাকরুহ হয় সেটি করতে লজ্জা করা উচিত। বৈধ জিনিস করা ও ছাড়ার বিষয়ে লজ্জা করা বৈধ। অতএব হাদীসটি পাঁচটি বিধানকে অন্তর্ভুক্ত করল। বলা হয়েছে যে, এটি ধমকের আদেশ। এর অর্থ হল: আপনার কাছ থেকে লজ্জা দূর করা হলে আপনি যা ইচ্ছে তাই করুন। কারণ আল্লাহ আপনাকে এর বিনিময় দিবেন। আরও বলা হয়েছে: এটি আদেশ অর্থে একটি সংবাদ। অর্থাৎ: যে লজ্জিত নয় সে যা চায় তাই করে।
অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান উইঘুর ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ মালয়ালাম তেলেগু সুওয়াহিলি তামিল বার্মিজ থাই জার্মানি জাপানিজ পশতু অসমীয়া আলবেনি সুইডিশ আমহারিক ডাচ গুজরাটি কিরগিজ নেপালি ইউরুবা লিথুনীয় দারি সার্বিয়ান সোমালি তাজিক কিনিয়ারওয়ান্ডা রোমানিয়ান হাঙ্গেরিয়ান চেক الموري মালাগাসি ফুলানি ইতালীয় অরমো কন্নড় الولوف البلغارية আজারী اليونانية الأكانية উজবেক ইউক্রেনীয় الجورجية اللينجالا المقدونية الخميرية الماراثية
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
আরো