عَنْ أُمِّ عَطِيَّةَ رَضيَ اللهُ عنها أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا تُحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا إِلَّا ثَوْبَ عَصْبٍ، وَلَا تَكْتَحِلُ، وَلَا تَمَسُّ طِيبًا إِلَّا إِذَا طَهُرَتْ نُبْذَةً مِنْ قُسْطٍ أَوْ أَظْفَارٍ».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 938]
المزيــد ...
উম্মু আতিয়্যাহ হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
মৃত ব্যক্তির উপর কোনো নারী তিন দিনের বেশী শোক পালন করবে না, তবে স্বামীর উপর চার মাস দশ দিন শোক পালন করবে। আর কোনো রঙিন কাপড় পরিধান করবে না। তবে সাদা-কালো কাপড় পড়তে পারবে। সে সুরমা ব্যবহার করবে না এবং সুঘ্রাণ স্পর্শ করবে না। তবে ঋতু থেকে পবিত্র হওয়ার সময় দুর্গন্ধ দূর করার জন্য ধোঁয়া জাতিয় সামান্য সুগন্ধি ব্যবহার করতে পারবে”।
[সহীহ] - [মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।] - [সহীহ মুসলিম - 938]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য তিন দিনের বেশি শোক পালন করতে মহিলাদের নিষেধ করেছেন, তা সে পিতা, ভাই, পুত্র বা অন্য যে কেউ হোক না কেন, তবে স্বামীর উপর শোক পালনের সময়কাল চার মাস দশ দিন। স্বামীর শোকের সময় তার সাজসজ্জার জন্য কোনও রঙিন পোশাক পরা উচিত নয়, কেবল 'আসাব' পোশাক ছাড়া, যা একটি ইয়েমেনী পোশাক যা বোনা হওয়ার আগেই রঙ করা হয়। সে তার চোখে সাজসজ্জার জন্য কাজল লাগাবে না এবং সুগন্ধি বা অন্য কোন জিনিস ব্যবহার করে সুবাস যুক্ত হবে না, তবে ঋতুস্রাব শেষে শরীর ধোয়ার পর ছোট টুকরোতে আতর বা আজফার ব্যবহার করবে, যা দুটি সুপরিচিত ধরণের ধূপ এবং যা সুগন্ধির উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। যে মহিলা ঋতুস্রাব শেষে তার শরীর ধুয়ে ফেলেছেন, তাদের অপ্রীতিকর গন্ধ দূর করার জন্য এটি ব্যবহার করার অনুমতি রয়েছে। তার যোনিতে রক্তের চিহ্ন খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করা উচিত, সুগন্ধির উদ্দেশ্যে নয়।