+ -

عن حذيفة رضي الله عنه مرفوعاً: «إنَّ اللهَ يصنعُ كلَّ صانعٍ وصنعَتَه».
[صحيح] - [رواه البخاري في خلق أفعال العباد وابن أبي عاصم في السنة وابن منده في كتاب التوحيد]
المزيــد ...

হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফ‘ হিসেবে বর্ণিত: “আল্লাহ সকল স্রষ্টার স্রষ্টা এবং তার সৃষ্টিরও স্রষ্টা।”
[সহীহ] - [এটি ইবন আবী ‘আসেম বর্ণনা করেছেন। - ইবন মানদাহ এটি “কিতাবুত তাওহীদ” এ বর্ণনা করেছেন। - বুখারী “খালকু আফআলিল ইবাদ” কিতাবে এটি বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

আল্লাহ সকল কারিগর এবং কারিগররা যা তৈরি করেন তারও সৃষ্টি কারক। এতে প্রমাণিত হয় যে, নিশ্চয় বান্দার কর্মসমূহ মাখলুক। আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছেন এবং তাদের কর্মসমূহও সৃষ্টি করেছেন।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি ভিয়েতনামী তাগালোগ কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো