عن ابن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم : «أَفْرَى الفِرَى أن يُرِيَ الرجل عينيه ما لم تَرَيَا».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, "c2">“সবচেয়ে বানোয়াট মিথ্যা হলো, মানুষ যে স্বপ্ন দু’চোখে দেখে নি সেটাই দেখছে বলে প্রকাশ করা।”
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন যে, সবচেয়ে বড় মিথ্যা হলো, একজন মানুষের এ দাবি করা যে, সে ঘুমে অথবা চেতনে কোনো কিছু দেখেছে অথচ সে তার দাবিতে মিথ্যুক। কারণ, সে কোনো কিছু দেখে নি। চেতন অবস্থায় দেখার দাবী করে মিথ্যাচার করার থেকে ঘুমের স্বপ্ন সম্পর্কে মিথ্যাচার করা বড়পাপ । কারণ, ঘুমের স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে। এ বিষয়ে মিথ্যা বলা মানে আল্লাহর ওপর মিথ্যাচার করা।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী কুর্দি হাউসা তামিল
অনুবাদ প্রদর্শন
আরো