عن أبي يحيى خُرَيْم بن فَاتِك رضي الله عنه مرفوعاً: «مَنْ أَنْفَقَ نَفَقَةً في سَبِيل الله كُتب له سَبْعُمِائَةِ ضِعْفٍ».  
                        
[صحيح] - [رواه الترمذي والنسائي وأحمد]
                        
 المزيــد ... 
                    
আবূ ইয়াহইয়া খুরাইম ইবন ফাতেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে, তার জন্য সাতশ’ গুণ নেকী লেখা হয়।” 
                                                     
                                                                                                    
[সহীহ] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।]                                            
যে কেউ আল্লাহর রাস্তায় কম বা বেশি খরচ করবে, হোক সেটা আল্লাহর রাস্তায় জিহাদে অথবা অন্য কোনো কল্যাণকর কাজ ও ইবাদতে খরচ করবে, কিয়ামতের দিন আল্লাহ তার বিনিময়কে সাত শো পর্যন্ত বৃদ্ধি করবেন।