عن أبي قتادة الأنصاري وابن أبي أوفى رضي الله عنهما مرفوعاً: «سَاقِي القَوْمِ آخِرُهُمْ شُرْبًا».
[حديث أبي قتادة: صحيح. حديث ابن أبي أوفى: صحيح] - [حديث أبي قتادة -رضي الله عنه-: رواه مسلم. حديث ابن أبي أوفى -رضي الله عنه-: رواه أبو داود وأحمد]
المزيــد ...

আবু কাতাদাহ আল আনসারী ও ইবনে আবী আউফ রাদিয়াল্লাহু আনহুমা হতে মারফু হিসেবে বর্ণিত হয়েছে, "c2">“যে ব্যক্তি মানুষকে পান করায় সে সবার শেষে পান করবে।”
উভয় বর্ণনাসহ সহীহ - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

যে ব্যক্তি কোনো জনসমষ্টিকে পানি অথবা দুধ কিংবা কফি অথবা চা অথবা অন্য কিছু পান করাবে, সে সবার শেষে পান করবে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো