«مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْزَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى تَرْقُوَتِهِ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2845]
المزيــد ...
সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ হিসেবে বর্ণিত, “জাহান্নামীদের কারো পায়ের গোড়ালী পর্যন্ত আগুনে স্পর্শ করবে। করো হাটু পর্যন্ত আগুনে স্পর্শ করবে। আবার কারো কোমর পর্যন্ত আবার কারো কণ্ঠ পর্যন্ত আগুন স্পর্শ করবে।”
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]
এ হাদীসটি কিয়ামত দিবস ও জাহান্নামের আযাবের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন, কিয়ামতের দিন কারো পায়ের গোড়ালী পর্যন্ত, কারো হাটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত আবার কারো কণ্ঠণালী পর্যন্ত আগুন গ্রাস করবে। সুতরাং লোকেরা দুনিয়াতে তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন আযাবে পতিত হবে। আমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করছি।