عن أنس بن مالك رضي الله عنه : أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا قُدِّمَ العَشَاءُ ، فابدءوا به قبل أن تُصَلُّوا صلاة المغرب، ولا تَعْجَلوا عن عَشَائِكم».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

আনাস ইব্নু মালিক রাদয়িাল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকেলের খাবার পরিবেশন করা হলে মাগরিবের সলাতের পূর্বে তা খেয়ে নিবে। খাওয়া রেখে সলাতে তাড়াহুড়া করবে না”।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।

ব্যাখ্যা

অর্থাৎ যখন খানা উপস্থিত হয় এবং সালাতের সময়ও উপস্থিত তখন সালাতের পূর্বে খাবার গ্রহণ কর। এমনকি যদিও সালাত সংক্ষিপ্ত সময় ও সীমিত সময় বিশিষ্ট হয়। যেমন, মাগরিবের সালাত। যাতে মুসাল্লীর অন্তর সালাতের মধ্যে খানার প্রতি মনোযোগী না হয়। আবূ দারদা বলেন, মানুষের বুদ্ধিমত্তা হলো তার প্রয়োজন সেরে নেওয়া যাতে সালাতের প্রতি এমন সময় ঝুঁকে যে সময় তার অন্তর খালি। এটি তার থেকে ইমাম বুখারী তা‘লীক হিসেবে বর্ণনা করেছেন।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো