عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من أدركه الصبح ولم يوتر؛ فلا وتر له».
[صحيح] - [رواه ابن خزيمة وابن حبان والحاكم]
المزيــد ...

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "c2">“যে ব্যক্তি সকাল অতিবাহিত করল অথচ বিতির আদায় করেনি তার কোন বিতির নাই।”
সহীহ - ইবন হিব্বান এটি বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীস শরীফটি বর্ণনা করে যে, দ্বিতীয় ফজর উদয়ের দ্বারা বিতিরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে যায়। এটি ইচ্ছাধীন সময়। আর বাধ্যতামুলক হলো, যেমন একজন দেরিতে ঘুম থেকে উঠেছে তার জন্য ফজরের ওয়াক্ত (অর্থাৎ বিতির সালাত) ফজরের সালাত পর্যন্ত দীর্ঘ হবে। সাহাবীদের একটি জামা‘আত থেকে বিষয়টি বর্ণিত হওয়ার কারণে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান
অনুবাদ প্রদর্শন
আরো