«مَنْ خَافَ أَدْلَجَ، ومَنْ أَدْلَجَ بَلَغَ المنْزِلَ، أَلَا إِنَّ سِلْعَةَ اللهِ غَالِيَةٌ، أَلَا إِنَّ سِلْعَةَ اللهِ الجَنَّةُ».
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে। আর যে ব্যক্তি সন্ধ্যারাত্রে চলতে শুরু করে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। জেনে রেখো! আল্লাহর পণ্য বড় দামী। শোনো! আল্লাহর পণ্য হলো জান্নাত।”
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে যেন পাপ থেকে দূরে থাকে এবং আল্লাহর গোলামী করতে আপ্রাণ চেষ্টা করে। অতএব আল্লাহর কাছে যে ভোগ-সামগ্রী রয়েছে তা বড় দামী, আর সেটি হচ্ছে জান্নাত। যেটি দামের যোগ্য নয়। তবে হ্যাঁ, জান-মাল ব্যয় করে তা অর্জন করা যাবে।