عن مالك بن الحويرث رضي الله عنه «أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كَبَّر رفع يديه حتى يُحَاذِيَ بهما أُذُنَيْه، وإذا ركَع رفع يَديه حتى يُحَاذِيَ بهما أُذُنَيْه، وإذا رفع رأسه من الركوع» فقال: «سَمع الله لِمَن حَمِده» فعل مِثل ذلك.
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
মালিক ইবন হুয়াইরিস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন তার দুই হাত কান বরাবর উঠাতেন, যখন রুকূ করতেন তখন দুই হাত কান বরাবর উঠাতেন এবং যখন তিনি রুকূ থেকে মাথা উঠাতেন তখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে একই ধরনের আমল করতেন”।
[সহীহ] - [এটি মুসলিম বর্ণনা করেছেন।]
মালিক ইবন হুয়াইরিস রাদিয়াল্লাহু ‘আনহু সংবাদ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “যখন তাকবীর বলতেন তার দুই হাত কান বরাবর উঠাতেন”। অর্থাৎ, যখন তাকবীরে তাহরীমা বলত তখন দুই হাত কান বরাবর উঠাতো। অপর বর্ণনায় বর্ণিত দুই হাত দুই কানের লতী বরাবর উঠাতেন। ইবন উমার রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত তিনি দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। অর্থাৎ কাঁধের পাশাপাশি ও সমান করতেন। এ হলো তিনটি বর্ণনা। এক: দুই হাত কান বরাবর উঠাতেন। দুই: দুই হাত কানের লতি বরাবর উঠাতেন। তিন: দুই হাত দুই কাঁধ বরাবর উঠাতেন। একজন মুসল্লী এ তিনটির যে কোন একটির ওপর আমল করতে পারে। অথবা দুই হাত কাঁধ বরাবর এমনভাবে উঠাবে যাতে আঙ্গুলের মাথা কানের উপরিভাগের বরাবর এবং বৃদ্ধা আঙ্গুল লতী বরাবর এবং কব্জিদ্বয় কাঁধ বরাবর। আর তার বাণী: “যখন তাকবীর বলে দুই হাত উঠাবে।” অর্থাৎ, তাকবীরের সাথে দুই হাত উঠাবে। আর মুসলিমের অপর বর্র্ণনায় বর্ণিত: হাত উঠাবে অতঃপর তাকবীর বলবে। অর্থাৎ, পরে। অপর বর্ণনায় বর্ণিত, তাকবীর বলবে অতঃপর দুই হাত উঠাবে। তাকবীরে তাহরীমার সময় হাত উঠানোর এ হলো তিনটি প্রদ্ধতি। সুতরাং এ সুন্নাতটি বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হয়েছে। সুতরাং সুন্নাতের অনুসরনের লক্ষে রাসূলুল্লাহ থেকে বর্ণিত সব পদ্ধতির ওপর আমল করবে। আর যখন রুকূ করতেন তখন দুই হাত কান বরাবর উঠাতেন।” অর্থাৎ যখন রুকূ করা আরম্ভ করে তখন দুই হাত কান বরাবর উঠাবে। এটি হলো দ্বিতীয় স্থান যেখানে হাত উঠানো মুস্তাহাব। আর যখন তিনি রুকূ থেকে মাথা উঠাতেন তখন سَمع الله لِمَن حَمِده বলেন। অর্থাৎ যখন রুকূ থেকে উঠা আরম্ভ করেন তখন বলেন سَمع الله لِمَن حَمِده এ তাসমী‘ সালাতের ওয়াজিবসমূহ থেকে। “একই ধরনের আমল করতেন।” তাকবীরের সময় যেমনিভাবে তিনি কান বরাবর হাত উঠাতেন রুকূ থেকে উঠার সময়ও তার মতো করতেন। এটি হলো সালাতের তৃতীয় স্থান যেখান হাত উঠানো মুস্তাহাব। সুতরাং এ তিনটি স্থানে সালাতের মধ্যে হাত উঠানো মুস্তাহাব। আর চতুর্থ স্থান হলো তিন বা চার রাকা‘আত বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে উঠার সময়।