عن علي رضي الله عنه مرفوعاً: «المؤذن أملك بالأذان، والإمام أملك بالإقامة».
[صحيح موقوفاً على علي -رضي الله عنه] - [رواه عبد الرزاق وابن أبي شيبة والبيهقي]
المزيــد ...

আলী রাদিয়াল্লাহু আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত, "c2">“মু’আজ্জিন আযানের বিষয়ে অধিক ক্ষমতা রাখেন আর ইমাম ইকামাতের ব্যাপারে অধিক ক্ষমতা রাখেন”
সহীহ - এটি ইবন আবী শাইবাহ বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

হাদীসটি বর্ণনা করে যে, মুয়াজ্জিন আযানের ব্যাপারে এবং ইমাম ইকামাতের বিষয়ে অধিক হকদার।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো