শ্রেণিবিন্যাস: . . .
+ -
عن أبي بكرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول:

«من أهان السلطان أهانه الله».
[ضعيف] - [رواه الترمذي]
المزيــد ...

আবূ বকরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “যে ব্যক্তি বাদশাহকে অপমান করল, আল্লাহ তাকে অপমান করবেন।”

الملاحظة
حسن ورواه أحمد ٢٠٤٣٣
النص المقترح لا يوجد...

[হাসান] - [এটি তিরমিযী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

এ হাদীসটিতে বাদশার আদেশসমূহকে হালকাভাবে দেখা নিষিদ্ধ হওয়া বিষয়ে আলোচনা করা হয়েছে। কারণ, তার ওপর বর্তাবে দুনিয়া ও আখিরাতে আল্লাহর অপমান করার মতো কঠিন হুমকী। আর শাস্তি সাধারণত আমলের ধরণ অনুযায়ী হয়ে থাকে।

হাদীসের শিক্ষা

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ বসনিয়ান সিংহলী ইন্ডিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ কুর্দি হাউসা পর্তুগীজ
অনুবাদ প্রদর্শন
শ্রেণিবিন্যাসসমূহ
  • . .
আরো