+ -

عن عائشة رضي الله عنها قالت: سَألتُ رسول الله صلى الله عليه وسلم عن الالتِفَات في الصلاة؟ فقال: «هو اخْتِلاس يَختَلِسُهُ الشَّيطان من صلاة العَبْد».
[صحيح] - [رواه البخاري]
المزيــد ...

‘আয়িশাহ্ রাদয়িাল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশ বিশেষ ছিনিয়ে নেয়।
[সহীহ] - [এটি বুখারী বর্ণনা করেছেন।]

ব্যাখ্যা

আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এদিক সেদিক থাকানো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, এতে সালাতের ক্ষতি হয় কিনা এবং তাতে কোন প্রভাব পড়ে কিনা? তিনি তাকে জানালেন যে, এ ধরনের তাকানো হলো ছিনতাই। শয়তান গোপনে বা দ্রুততার সাথে বান্দার সালাতের অংশ বিশেষ ছিনিয়ে নেয় যাতে তার সালাত ত্রুটিপূর্ণ হয় ও তার সাওয়াব কমে যায়। আল-মুগনী, কাশশাফুল কানা‘ সুবুলুস সালাম তাওযীহুল আহকাম, তাসহীলুল ইলমাম মিনহাতুল আল্লাম।

অনুবাদ: ইংরেজি উর্দু স্পানিস ইন্দোনেশিয়ান ফরাসি তার্কিশ রুশিয়ান বসনিয়ান ইন্ডিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ কুর্দি হাউসা
অনুবাদ প্রদর্শন
আরো