عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال: «من ابْتَاعَ طعاما فلا يَبِعْهُ حتى يَسْتَوْفِيَهُ»، وفي لفظ: «حتى يَقْبِضَهُ».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণনা করেছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি খাদ্য ক্রয় করবে, সে তা পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করবে না”।
সহীহ - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
যেহেতু খাদ্য করায়ত্ব করা দ্বারাই পরিপূর্ণ মালিকানা ও বেচা-কেনা সম্পন্ন হয়, তাই প্রজ্ঞাবাণ শরি‘আত প্রণেতা ক্রেতাকে খাদ্য করায়ত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণ করা ছাড়া বিক্রি করতে নিষেধ করেছেন।