عن ابن عمر رضي الله عنهما مرفوعاً: «إن العبد إذا نصح لسيده، وأحسن عبادة الله، فله أجره مرتين». عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «المملوك الذي يحسن عبادة ربه، ويُؤدي إلى سيده الذي عليه من الحق، والنصيحة، والطاعة، له أجران».
[صحيح] - [حديث ابن عمر رضي الله عنه متفق عليه. حديث أبي موسى رضي الله عنه رواه البخاري]
المزيــد ...

ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ‘ সনদে হাদীস বর্ণিত, দাস যখন তার মনিবের কল্যাণকামী হয় এবং আল্লাহর ইবাদত সুন্দরভাবে করে তখন তার জন্য বিনিময় রয়েছে দুইবার। আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত: “যে দাস তার রবের ইবাদত সুন্দরভাবে করে এবং তার ওপর মনিবের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করে, তার কল্যাণকামী হয় ও আনুগত্য করে, তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান।
সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।

ব্যাখ্যা

এ হাদীসে ঐ দাসের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা আলোচনা করা হয়েছে যে দাস ইবাদত বন্দেগীর মাধ্যমে তার রবের হক আদায় করে এবং মনিবের যাবতীয় খিদমত ও তার স্বার্থের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে তার হক আদায় করে, সে এ কারণে দুইবার বিনিময় লাভ করবে।

অনুবাদ: ইংরেজি ফরাসি স্পানিস তার্কিশ উর্দু ইন্দোনেশিয়ান বসনিয়ান রুশিয়ান চাইনিজ ফার্সি তাগালোগ ইন্ডিয়ান ভিয়েতনামী সিংহলী উইঘুর হাউসা তামিল
অনুবাদ প্রদর্শন
আরো