عن أبي أمامة رضي الله عنه : أن رجلًا، قال: يا رسول الله، ائْذَنْ لي في السِيَاحَة! فقال النبي صلى الله عليه وسلم : «إن سِيَاحَة أُمَّتِي الجِهاد في سَبِيلِ الله عز وجل ».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...
আবূ উমামাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক লোক নিবেদন করল, ‘হে আল্লাহর রসূল! আমাকে (সংসার ত্যাগ করে বিদেশ) ভ্রমণ করার অনুমতি দিন।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “নিশ্চয় আমার উম্মতের জন্য দেশভ্রমণ হচ্ছে মহান আল্লাহর পথে জিহাদ।”
সহীহ - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।
হাদীসটির অর্থ: এক ব্যক্তি বিভিন্ন দেশ ও জমিনের বিভিন্ন প্রান্তে ভ্রমণের অনুমতির জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে, তার উদ্দেশ্য ছিল এটাকে ইবাদত হিসেবে গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমার উম্মতের দেশভ্রমণ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ যখন তুমি ভ্রমণ করতে চাও, তখন আল্লাহর রাস্তায় জিহাদ কর। এটিই হলো আমার উম্মতের ভ্রমণ। কারণ, এতে রয়েছে আল্লাহর দীনের প্রচার এবং দীনের মহান মূলনীতি ও মৌলিক বিষয়সমূহের গোড়াপত্তন। আর ‘ইবাদত হিসেবে গ্রহণ করে’ বাড়ি ঘর ছেড়ে দেওয়া, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা নিষিদ্ধ, কমপক্ষে মাকরুহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছ যা নিম্নমানের? [সূরা আল-বাকারাহ, আয়াত: ৬১] আর আহমদের অপর বর্ণনায় এসেছে: “তুমি জিহাদ কর, কারণ তাই ইসলামের বৈরাগ্যতা বা সংসার বিমুখতা।”